ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

আমাদের সামনে বাধার পাহাড়

আমাদের সামনে বাধার পাহাড়
সাথে বহে টল মল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দুঃসাহসে
কদম কদম পথ চলো যদি।।

সংগ্রাম মুখর এই জীবনে
শপথ তপ্ত করে আগুনে
ঈমানের জ্বালা মুখে ঝনঝা এনে
জেহাদের মাঠে চলো সূর্য সাথী।।

তাকবীর দিকে দিকে ছড়িয়ে
বজ্রবর্ম বুকে জড়িয়ে
জীবনের ঘাটে ঘাটে বহ্নি ঢেলে
জেহাদের মাঠে চলো জঙ্গী সাথী
-মতিউর রহমান মল্লিক-
১১১) রহমত বরকত মাগফিরাতে
রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এযে
শ্রেষ্ঠ অবদান।।

শারদুল হতে দ্বীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযগ সুমহান।।

রমজান হলো ঢালের মতো
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।

রমজান সে্তো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।।

যাকাত যেমন সব জিনিসের
রোজা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।।

-মতিউর রহমান মল্লিক-

No comments:

Post a Comment