ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 25 February 2011

তোমার ইন্তেজারিতে

তোমার ইন্তেজারিতে ছিল যে চেয়ে নিতি
জ্বিন, ইনসান, জমিন, পাহাড়, নভঃ ক্ষিতি,
এল যবে নবী কাটিল ধরার ভয় ভীতি
খোশ আমদেদ জানালো তোমাকে হে অতিথি।।

আসিলে খোদার খাস রহমত ধরাতলে,
জান্নাত ছেড়ে নামে ফেরেশতা দলে দলে,
জাগে খোশ্রোজে খুশির আওয়াজ প্রতি পলে
ফোতে মানুষের কন্ঠে আশার কলগীতি।।

সৌভাগ্যের খুলিল দুয়ার এতদিনে,
সত্য- ন্যায়ের পথ ইনসান নিল চিনে,’
ফিরদৌসের শান্তি সুষমা নিল জ্বিনে,
ভেসে গেল দূরে জাহেলিয়াতের সব রিতি।।

অবিশ্বাসের রাত্রি মিলালো বহু দূরে,
পেল মঞ্জিল কাফেলা ভোরের পথ ঘুরে,
জাগিল বিশ্বে আলোকের গান শত সুরে,’
নামিল ধরায় খাস রহমত, প্রেম প্রীতি।।

সত্যের যুগ, শান্তির যুগ এল শেষে,
মজলুমানের দুক্ষের রাত গেলো শেষে,
পূর্ণ জ্ঞানের সন্ধান ধ্যানী পেল শেষে,
দরূদ, সালাম পাঠায় সে আঁখি নীরে তিতি।।

-ফররুখ আহমেদ-

No comments:

Post a Comment