ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

আয় খোদা দয়াময়

আয় খোদা দয়াময়।
বান্দারে আজ দাও সুমতি দূর করো দ্বিধাভয়।।

দাও সেই মন মানুষেরে ভালোবাসিবারে
দাও সেই সুখ সকলের সুখে হাসিবারে
সহিতে দাও যত দুঃখ বেদনা প্রানে যত সয়।।

দাও শক্তি ন্যায় কথা পারি বলিবারে
দাও ভক্তি সৎপথে পারি চলিবারে
ক্ষমতা দাও যত লোভ- লালসা করতে পারি জয়।।

-ফজলে – এ- খোদা-

No comments:

Post a Comment