ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

হে নবী আবার নেমেছে ধরায়

হে নবী আবার নেমেছে ধরায়
আইয়ামে জাহেলিয়াত
কে আবার এসে তোমার মতন
বাড়াবে দরদী হাত।

তুমি না এলেও আছো তুমি
আল হাদিসের বুকে লেখা
সে লেখা জীবনের সাথে আজ কারো
হয়না কেন যে দেখা;
শতকরা এক ভালো মানুষেরা
করছে অশ্রুপাত।।

জুলুম শোষন জেনা নেশা পাপ
জালিমের অত্যাচার
এসে দেখে যাও জাহেলিয়াতের
যুগকে মানায় হার।।

তুমি নাই তবু আছে ইসলাম
কোরান হাদিস আজি
নাই শুধু তার অনুসারী নাই
হক বিচারের কাজী
বিচারের বাণী নিরবে নিভৃতে
কেঁদে ফেরে দিনরাত।।

-মানিক মাহবুবুর রহমান-

No comments:

Post a Comment