ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

আকাশে সুনীল চাঁদোয়া আঁকা

আকাশে সুনীল চাঁদোয়া আঁকা
জমীন সবুজ গিলাফে ঢাকা
কুসুমে মধু- সুবাস রাখা
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ।।

দিনের বেলা আলোর খেলা
নিশীথ রাতে তারার মেলা
আকাশে পাখী পানিতে ভেলা
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!

এখনি গ্রীষ্মে ঘামে কলেরব
এখনি শীতে কাঁপি থরথর
চাঁচল সাগর নীরব ভুধর
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ।।

করেছ সুলভ তব নিয়ামৎ
ক্ষীন আদমে দিলে খিলাফৎ
দিয়েছ ইশক দিয়েছ হিকমৎ
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ।।

-মুহাম্মদ আবুবকর-

No comments:

Post a Comment