কতদুর মদিনা
মদিনা মদিনা কতদুর মদিনা
আঁধারের দেশে আলোর নেশায়
কেঁদে মরে চেতনা।।
দীর্ঘ রজনী ভোরকে করেছে দূর
হেথায় বিলীন মানবতার মহাসুর
বাঁকে বাঁকে আজ
হাহাকার শুধু
মরনের আনাগোনা।।
ভ্রান্ত মতের দাবদাহ বন্যায়
উদ্ধত হলো ভয়াবহ অন্যায়
ঘরে ঘরে তাই
ফরিয়াদ শুধু
আজাদীর আরাধনা।।
যেথায় মানুষ মানবাধিকার লভে
বেঁধেছিল নীড় শান্তির কলরবে
সকল গ্লানির
হল অবসান
দূর হলো প্রবঞ্চনা।।
মুজাহিদ ওরে কোনসে ব্যথায় কাঁদো
কোন সে ব্যথায় দুখের কাহিনী সাধো
মোছ আঁখিলোর
চলো চলো ফের
রসুলের ঠিকানা।।
No comments:
Post a Comment