ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ বাংলাদেশের প্রান্ত হতে

বাংলাদেশের প্রান্ত হতে
বাংলাদেশের প্রান্ত হতে
সালাম জানাই হে রাসুল,
আমার কন্ঠে কন্ঠ মিলায়
তোমার শিক কুল।।

তোমায় ছাড়া অন্য কারো নেতা মানিনা
তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা
সেই সে শপথ নিতে আমরা
এই মাঠে মশগুল।।

আমরা তোমায় ভালোবাসি নজীর যে তার কত
রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত।

তোমার পথে এগিয়ে যাব, পিছপা হবো না
শহীদী খুন আরতো বৃথা যেতে দেবোনা
এই এ শপথ আঁকড়ে আছি
নড়বো না এক চুল।।

4 comments:

  1. খুব সুন্দর এই সংগীত

    ReplyDelete
  2. হেই মাশাআল্লাহ

    ReplyDelete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. সুন্দর

    ReplyDelete