ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আল্লাহ নামের গান

আল্লাহ নামের গান গেয়ে দেখ
কেমন লাগে নামের সুর
ঐ নামে যে যাদু রাখা
ঐ নামে যে শহদ মাখা
পান করে দেখ কি মধুর।।

লা- ইলাহার তল্পী বয়ে
কি পেলি তুই রে বেহুঁশ
ইল্লাল্লাহুর সাগর সিঁচে
মানিক খুঁজে নে প্রচুর।।

লা- শরীক আল্লাহর পেয়ালায়
কামলিওয়ালার লাল শরাব
সেই শরাবের মাতাল জয়ে
চোখ মুদে দেখ খোদার নুর।।

ঐ নামের লাইলিরে পেয়ে
সকল ব্যথা ভোল কায়েস
ঐ নামের প্রেমের জোরে
জয় করে নে কোহে তুর।।

No comments:

Post a Comment