বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরোয়ারদিগার।
সিজদা লও হে হাজার বার আমার
হে পরোয়ারদিগার।।
চাঁদ সুরুয আর গ্রহ তারা
জ্বীন ইনসান আর ফেরেশ্তারা
দিন রজনী গাহিছে তারা
মহিমা তোমার।।
তোমার নুরের রৌশনি পরশি
উজ্জ্বল হয় যে রবি অ শশী
রঙ্গিন হয়ে উঠে বিকশি
ফুল সে বাগিচার।।
বিশ্ব ভুবনে যাহা কিছু আছে
তোমারি কাছে করুনা যাঁচে
তোমারি মাঝে মরেও বাঁচে
জীবন সবার।।
-গোলাম মোস্তফা-
এই সংগিত এর অডিও টা দিবেন দয়া করে
ReplyDeleteNai
Deleteসুন্দর
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteমচেতকার হইছে
ReplyDeleteFaltu hoise
ReplyDeleteMalaun je eijonno emon mone hocche apnar kache
Delete