ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ সব মানুষের সেরা

সব মানুষের সেরা
সব মানুষের সেরা মানুষ
সব সততার মূল
সেইতো আমার নয়ন্মনি
সেইতো আমার পান্না-চুনি।
মোহাম্মদ রাসুল।

দ্বীন দুনিয়ার নেতা হয়েও যেজন সর্বহারা
মানবতার মুল্যায়নে যেজন পাগল্পারা
সেই সে নবীর প্রেমে আমার
ভাঙ্গুক সকল ভুল।।

মানব প্রেমে ঝরেছে যার তপ্ত রক্তধারা
খোদার প্রেমে ঝরেছে যার উষ্ণ অশ্রুধারা
সেই সে নবীর এশকে সদা
রই যেন মশগুল।।

শোষন পেষন উৎখাতে যে বিপ্লবীদের সেরা
সত্য ন্যায়ের সংগ্রামে যে সংগ্রামীদের সেরা
সেই সে নবীর কথা বলায়
সে সেই নবীর পথে চলায়
বিঁধুক বুকে শূল।।

No comments:

Post a Comment