ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

আল্লাহ তুমি সৃষ্টিকারী

আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালঙ্কারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।

তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃশটি প্রভু
তুমি সবার পালনকারী।।

মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রূপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।

-হাসান আখতার-

No comments:

Post a Comment