ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ও পরান বন্ধু তুমি

ও পরান বন্ধু তুমি
কোথায় রইলা হায়;
তোমারি লাগিয়া আমার
পরান বুঝি যায় রে
পরান বুঝি যায়।।

লতায় পাতায় বনের ফুলে
খুঁজি তোমায় আপন ভুলে
আকাশে পাতালে খুঁজি
পাহাড় দরিয়ায় রে।।

নানান রূপে বিরাজ করো
তুমি সকল ঠাঁই
ধরতে গেলে বন্ধু তোমায়
নাগাল তো না পাই।।

বুকে দারুন আগুন সয়ে
তোমার প্রেমের সে অনল
ঘুরবো কতো পথে পথে
তোমারি আশায় রে।।

-সিরাজুল ইসলাম-

No comments:

Post a Comment