ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

সৈকতেঃ ঐ দেখা যায় মসজিদে নববী

নাতে রাসুল (সা.)

ঐ দেখা যায় মসজিদে নববী
ঐ দেখা যায় মদিনারই পথ
ভাঙ্গা ঘর দেখ ঐ মা আমেনার
যেথা জন্মেছিলেন প্রিয় হযরত্।

বদর ওহুদ আর তাবুকের প্রান্তর
আয় আয় বলে আজো ডাকে নিরন্তর
তায়েফের মাঠঘাট কাঁপে থরোথর
খন্দক বুকে যেন জাগায় হিম্মত।

সওর গুহা মুখে সে মাকড়সা জাল
ইতিহাস হয়ে যে আছে চিরকাল
শিবে আবু তালিব প্রোজ্জ্বল চেতনায়
বারবার নিতে বলে নতুন শপথ।

প্রিয় নবির যতো জীবনকাহিনী
তারই সাথে একাকার ঐশীবাণী
বিশ্বাসী চিরদিন ঐ উম্মীনবি
পৃথিবীর জন্যে যে বড় রহমত।

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

No comments:

Post a Comment