ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

সৈকতেঃ মনকে বলেছি মন পাখি হয়ে যাও

মনকে বলেছি মন পাখি হয়ে যাও
সবুজের ভাঁজে ভাঁজে পাখনা ছড়াও
দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান
সুরেলা কণ্ঠ ছেড়ে গাও তুমি গাও।

ফসলের মাঠ দেখ আহা কতদূর
পাতার পরীরা কোথা বাজায় নূপুর
মেঘনা যমুনা ছোটে কোন মোহনায়
কার খোঁজে ভেসে চলে পাল তোলা নাও।

জুঁই কেয়া কামিনীর সুবাসিত প্রাণ
বাতাসে উড়ায় দেখ সুকোমল ঘ্রাণ
কোন বনে নেচে যায় কাজলী ভ্রমর
তার মতো ফুল থেকে মধু তুলে খাও।

পাহাড়ি ললনা ঐ ঝরনা যখন
ভালোবেসে ছুঁয়ে যায় সবুজের মন
আকাশ বিহারী হয়ে সেই মায়ারূপ
দু’চোখের ছায়াপটে নাও এঁকে নাও।

কথা: বিলাল হোসাইন নূরী
সুর: বেলাল খান

No comments:

Post a Comment