ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আল্লাহ নামের নূর

আল্লাহ নামের নূর
আজকে আমার প্রান সাগরে
আল্লাহ নামের নূর
উথাল পাথাল ঢেউ তুলেছে
যেন পাহাড় তুর।।

আজকে আমার লাগছে ভীষন ভালো
নয়ন ভরে অশ্রু দিল
মনের সকল কালো
মরন মাঝে জনম নেবার
এ কোন নিবিড় সুর।।

হারিয়ে যাবার ডাক শুনেছি
উদাস বাউল মাঠে
ওরে বেঁহুশ ওরে বেভোল
আয়রে ত্বরা ঘাটে

ও কোন ছবি আঁকা আকাশ নীলে
মন মানেনা যায় উড়ে সে
শাপলা শালুর ঝিলএ
আপনাতে ভাই আপনি পাগল
আমার অচিন পুর।।

No comments:

Post a Comment