ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

বিকেলের সৈকতেঃ আমার এই কণ্ঠে যতটুকু সুর

আমার এই কণ্ঠে যতটুকু সুর
সবটুকু দান সেই মহান প্রভুর
সুরের কারুকাজে নেইতো কিছু আমার
তবু আমি গেয়ে যাই
যেতে চাই যেতে চাই
আলোর পথে বহুদূর।

কথার মালা বুনে আকাশের তারা
সুর নেমে আসে বেয়ে ঝর্নাধারা
তারাদের কথা আর ঝর্ণার সুরে
গান গেয়ে যাই কণ্ঠে যদি মেলে
বেলালের সুর।

প্রভুর কৃপা ঝরে ছন্দে ছন্দে
অন্ত্যমিলের ছোঁয়া বকুলের গন্ধে
ছন্দে ছন্দে বকুলের গন্ধে
গান রচে যাই এই হৃদয়ে যদি মেলে
আল্লাহর নূর।


কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন

গানগুলো পর্যায়ক্রমে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। শোনার জন্যে নিচের লিংকে যান
http://www.facebook.com/pages/Maruf-Allam/50177514231

No comments:

Post a Comment