হাত পেতেছে এই গোনাহগার
তোমারি দরগায় খোদা তোমারি দরগায়,
শুন্য হাতে ওগো তুমি
ফিরাইওনা হায়, মোরে ফিরাইও না হায়।।
আমার চেয়ে কেউ গোনাহগার
নেইরে কোথাও বান্দা তমার
দীন- ভিখারী আমার চেয়ে
কে আছে কোথায় হায়রে, কে আছে কোথায়?
তোমার রহম তোমার করম
অথৈ পারাবার
তুমি খালেক তুমি মালেক
গফুর ও গাফফার।।
তুমি ছাড়া কেবা আমার
এ সংসারে আছে রে আর
তুমিও যদি মুখ ফিরাও হে
কি হবে উপায় আমার, কি হবে উপায়।।
No comments:
Post a Comment