রাতের আঁধার নীরব ক্ষণে
শূন্য আমার ঘর
এক নিমেষেই হয়ে গেল
এই পৃথিবী পর।
এই বিছানায় থাকতো যে মা
জীর্ণ শরীর নিয়ে
ডাকত আমায় অনেক ব্যাথায়
শীর্ণ দু’চোখ দিয়ে
আমি বুঝিনি সেই সে ডাকে বুক হবে মরাচর।
শেষ ডাকেতেও চাই নি ফিরে
একটু মায়ের দিকে
খুব কেঁদেছিল বিদায় বেলায়
আমায় যেতে দেখে
ভাবি নি আমার মাকে হারাব, হারাব এ অন্তর।
কথা ও সুর : আবু হুরায়রা মাহমুদ
No comments:
Post a Comment