ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

সৈকতেঃ মরু সাহারায় তৃষ্ণা মেটাতে

মরু সাহারায় তৃষ্ণা মেটাতে
যার হুকুমে ভাসে মেঘের ভেলা
যিনি দিয়েছেন সকল প্রাণীর বুকে
দুঃখ সুখ অনুভূতির মেলা
বান্দার কোনো কাজে বেখবর নন তিনি
আল্লাহ মহান তিনি...।

শীতের প্রকোপে ঝরা মরা বৃক্ষে
যার ইশারায় জাগে সতেজ জীবন
গাছগুলি ছেয়ে যায় সবুজ মায়ায়
প্রাণে প্রাণে হাসে প্রাণস্পন্দন
তিনি তো এঁকে দেন মানুষের কপালে ভাগ্য
ফুলে ফুলে সুবাসিত ঘ্রাণ
তিনি আল্লাহ মহান ।

জমাট বরফ বাঁধা সাগর নদী
তার ইশারায় জেগে ওঠে যদি
ভেসে যাবে ঈমানের কলুষতা সব
করুণা চাও তার নিরবধি।


ভোরের আয়োজনে সূর্যের লুকোচুরি
শোনা যায় বিহগের মধুর কূজন
হৃদয়ের মাঝ থেকে নির্ঝর হয়ে ওঠে
গানে গানে ভেসে আসে ধন্যকথন
তিনি তো ঢেলে দেন প্রকৃতির সবখানে মায়া
ভরে দেন জেগে থাকা প্রাণ।

কথা ও সুর: আবুল আলা মাসুম

No comments:

Post a Comment