ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

তুমি রহমতে আলম

তুমি রহমতে আলম জানে তা
সারা দুনিয়া
রহমতে নেভে দোযখ
দারুন হাবিয়া।।

তুমি নবী কামলিওয়ালা
যার নুরে ভুবন আলা
আসে বৃষ্টির মত
রহমত অবিরত
ঝরিয়া ঝরিয়া।।

তার নামের সুরভিতে
ঊঠলো ভুবন মেতে
কুল মাখলুক সে নাম
গাহিছে সুবহে ও সাম
মজিয়া মজিয়া।।

সবাই পড় সাল্লে আলা
আর মিটাও প্রানের জ্বালা
প্রেমে তার হওনা পাগল
দুচোখ নামাও বাদল
স্মরিয়া স্মরিয়া।।

-তোফাজ্জল হোসাইন খান-

No comments:

Post a Comment