ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

লক্ষ চাঁদের আলো নিয়ে

লক্ষ চাঁদের আলো নিয়ে তুমি এলে হে রাসুল
লক্ষ ফুলের সুবাস নিয়ে তুমি এলে
হে রাসুল

তোমার ছোঁয়ায় উঠলো মেতে
রিক্ত ধরা কুল আলম
দিকে দিকে পড়লো সাড়া
তওহীদেরই খোশ কালাম
ফিরে এলো ফের সুখের ফাগুন
ধরা তোমায় পেয়ে ব্যাকুল
হে রাসুল।।

তুমি বিনা চির সুখের
জান্নাতেরি পথটি ভুল
আমরা তোমার চলতে পথে
যাঁচি দোয়া হে রাসুল
যুক্তির পথে অকাতরে থাকি যেন
চির আকুল
হে রাসুল।

-আব্দুল হালিম চৌধুরী

No comments:

Post a Comment