ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তিনি ননতো শুধু আরবের

তিনি ননতো শুধু আরবের
নন কোনো চিহ্নিত সীমানার
নন শুধু বিস্তৃত আজমের
তিনি এ দেশের
তিনি সে দেশের
তিনি সকল দেশের
সারা বিশ্বের

তাঁর কাছে উঁচু নীচু সকলে সমান
মানুষে মানুষে কোন নেই ব্যবধান
কালোয় ধলোয় গভীর প্রেমের
ভিত রচে বলেছেনঃ আমরা সবাই
এক খান্দান আদমের।
তিনি গরীবের
তিনি ফকীরের
তিনি সবহারাদের
যত নিঃশ্বের

ভাত নেই ক্ষুধা শুধু যাদের পেটে
মৃত্যুর মত হায়! জীবন কাটে
যাদের আশ্রয়ে লাশের মিছিল
পরম আপনজন বন্ধু প্রিয়
হায়! তিনি যে তাদের।
তিনি কৃষকের
তিনি শ্রমিকের
তিনি দুখি মানুষের
যত দুস্থের……

No comments:

Post a Comment