ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আয় কে যাবি

আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়
যেথা মরুর ধুলো মুক্ত হলো
লেগে নবীর পায়

সেথায় গিয়ে প্রশ্ন আমি
করবো জনে জনে
পথে চলতে আনমনে
পথে চলতে আনমনে
কোন দিকে ভাই হেরার পাহাড়
বলে দাও আমায়

একা একা খুঁজবো আমি
বদর দিকে দিকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
মুক্তির দীক্ষা নেব সেথায়
গভীর পিপাসায়………

No comments:

Post a Comment