ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

সৈকতেঃ জান্নাত লিখে দিও নসিবে আমার

জান্নাত লিখে দিও নসিবে আমার
ওগো প্রেমময় ওগো দয়াময়
শরাবের ঝরনা ও দুধের নহর
চিরবহমান তলদেশে যার।

রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডানহাতে পাই যেন আমলের খাতা
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার।

আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি মমতায়
দোযখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।

চুলচেরা হিসেবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে
শাফায়াত যেন পাই প্রিয় রাসুলের
তোমার কাছে এ মিনতি আমার।

কথা: বিলাল হোসাইন নূরী

No comments:

Post a Comment