নীতির বলগা ঘোড়াটা
চটুল ছন্দে হাঁটেনা
নীতির গীতি ভুলে সে
প্রীতির পথে ও চলে না---।
সুবাস মাখা রঙিন ফুল
বর্ণচোরা হয়েছে
আবাস ভুলে সুখের পাখি
দুখের পথে চলেছে
চন্দ্রটার ওই নিরেট আলো
রাতের গায়ে পড়েনা---।
বাকীর খাতা ফাঁকি শুধু
মিষ্টি কথার ছলনা
দৃষ্টিগুলো উবে গেছে
সৃষ্টিরা আজ অচেনা
স্নেহমাখা হাতের পরশ
খুকুর গাল আজ রাঙায় না---।
কথা ও সুর: মো: মনিরুল ইসলাম
No comments:
Post a Comment