ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ভাঙ্গ মিথ্যার জগদ্দল

ভাঙ্গ মিথ্যার জগদ্দল
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ
তবু চল তবু চল
পাহাড় বনানী পেরিয়ে সেনানী
ভাং মিথ্যার জগদ্দল।।

মজলুমানের মৃত্যু-তুহীন হৃদয়ে
আন আশ্বাস রক্ত সূর্য উদয়ে
হেরার গুহার উদ্ভাসে ফের
জাগা জনতার প্রান অতল।।

তিমির কুহেলী ঠেলে আন
তিথি শুক্লা
নিঁদালী হৃদয়ে জ্বাল
অম্লান উল্কা

হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা
কোরানের সুধা পিয়ে ধরা হোক ধন্যা
নয়া খেলাফত রাশেদার দিন
ঘুঁচাক জাহেলী প্রলাপ ছল।।

No comments:

Post a Comment