ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ সবদেশে আজ শোর উঠেছে

সবদেশে আজ শোর উঠেছে
তৌহিদী ইনকিলাবের
কুল মুসলিম প্রস্তুতি নেয়
ইসলামী বিপ্লবের।।

কতকাল আর ঘুমাবি সিপাহসালার সিংহদিলীর
জ্বালামুখ নীরব রবে আর কতকাল অগ্নিগিরির
মাথা তোল দে ঝাড়া গা
হিম হয়ে যাক বুক কাফেরের।।

এতকাল জাগিস্নি তাই ভীড় জমেছে দেখ বাতিলের
জালিমের অত্যাচারে উঠছে মাতম মজলুমানের
তবু কি জাগবিনা তুই
আয় রাহাবার দীপ্ত রাহের।।

কোরানের শাসন খেয়ে মার খেয়েছে কেবল যারা
দিকে দিকে গড়ছে ঘাঁটী দেখ চেয়ে ঐ আজকে তারা
কে আছিস বিপ্লবী আয়
খালিদ আলীর পথ ধরে ফের।।

জাগে ইখওয়ান দেখ রক্ত মেখে লাখ শহীদের
ঈমানের সূর্য তেজে ভাগ্য গড়ে কুল- আরবের
তুইও জাগ এই সময়ে
বন্ধু গো মোর বাংলাদেশের।।

হতাশার রাত যে গেল প্রভাত এলো রক্ত মাখা
জেহাদের ময়দানে তাই উড়ছে নিশান হেলাল আঁকা
তুইও আজ হ মুজাহিদ
পয়গামে ঐ আল- কোরানের।।

No comments:

Post a Comment