ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ জেহাদের এই কাফেলা

জেহাদের এই কাফেলা বন্ধু
চিরদিন বেঁচে থাকবে
সত্যের পথে মুক্তির পথে
তোমাকে আমাকে ডাকবে।

যেখানে জুলুম গেঁড়েছে শিকড়
জাহেলিয়াতের গতি ঘনঘোর
সেখানে ন্যায়ের হেলাল দীপ্ত
পতাকা উঁচু রাখবে।

কোরানের এই বিপ্লবী দল
মজলুমানের শেষ সম্বল
তাগুতের বুকে মৃত্যু- ডংকা
তাকবীর রবে হাঁকবে।

শহীদি খুনের নজরানা এই
হেরার কাফেলা সন্দেহ নেই
এই কাফেলারই দৃপ্ত আঘাতে
মৃত জনপদ জাগবে।

No comments:

Post a Comment