ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ এই দুর্যোগে এই দুর্ভোগে আজ

এই দুর্যোগে এই দুর্ভোগে আজ
জাগতেই হবে, জাগতেই হবে তোমাকে।
জীবনের এই বিয়াবানে
প্রান আনতেই হবে, আনতেই হবে তোমাকে।
জড়তার দেশে দাও দাও হিন্দোল
বহাও বন্যা তৌহিদী হিল্লোল
অমারাত্রির সকল কালিমা মুছে
সূর্য উঠাতেই হবে, উঠাতেই হবে তোমাকে।

এখানে এখনো জাহেলী তমদ্দুন
শিকড় গারার প্রয়াসে যে তৎপর
সজাগ সান্ত্রী নাও নাও
প্রতিটি শিকড় উপড়াতে পরপর

কুফরির ভিত ভাঙ্গার সময় হলো
মরু সাইমুম আগুনের ঝড় তোলো
কোরানের ডাকে বাতিলের ঝঙ্কার
শেষ করতেই হবে, করতেই হবে তোমাকে।

No comments:

Post a Comment