ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

দে পানাহ দে ইয়া এলাহী

দে পানাহ দে ইয়া এলাহী দে পানাহ
পথ হারায়ে কাঁদি যে রাহী দে পানাহ।।
রওশনী দে বদনসীবে
দিল চেরাগ মোর যায় যে নিভে
নামলো নভে কাল সিয়াহী- দে পানাহ।।

কোন সে সুন্দর, ফুল ফাগুনের
স্বপন হেরি গহন ব্যথায়
সুর-হারা বুলবুল কাঁদে মোর
বিরাণা বাগের শুন্য শাখায়;

তারি বুকের বেদন দিবস রাতি
ঝংকারে মোর দুলরুবাতে
তাই, আঁসুর এ নগমা গাহি – দে পানাহ।।

-সাঈদ সিদ্দিকী-

2 comments:

  1. গানটা এম পি থ্রি কোথায় পাব?

    ReplyDelete
    Replies
    1. Dolonchapa studio. Ei channel e

      Delete