ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

পাপী তবুও কম বাসোনা

পাপী তবু কম বাসোনা
আমায় তুমি ভালো
এইতো ডেকে বলে আকাশ
শ্যামল সুনীল আলো।।

তোমার প্রেমের খবর পেয়ে
মেঘে দু’চোখ গেলো ছেয়ে
দারুন নরু দহন-জ্বালা
কখন যে জুড়ালো।

পাপী আমি যখন কাঁদি
দেখি দয়ার নদী
উথলে উঠে সোহাগ পরশ
জাগায় নিরবধি।

বাতাস ছোটে মৃদুমন্দ
আকুল করে জীবন ছন্দ
যায়, মুছে যায়, এক পলকে
সব হতাশার কালো।

-সৈয়দ শামসুল হুদা-

No comments:

Post a Comment