ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ জনতার মনে উত্তাল ঢেউ

জনতার মনে উত্তাল ঢেউ
মিছিলে মিছিলে সাড়া
জালেমের দল জাহেলের দল
ক্ষমা পাবে নাকো তারা।।

উত্থিত হাত লেলিহান শিখা যেন
চোখে চোখে আজ
বজ্রের লেখা যেন
গুড়ো করে যায় যত শৃংখল
বঞ্চিত ছিল যারা।।

বহু শতকের পুঞ্জিত ক্রোধে
গোলামীর জিঞ্জির
ছিঁড়ে ফেলে দেয় ক্ষমাহীন রোষে
সিপাহী শতাব্দীর

পদাঘাতে আজ ঘুমানো অগ্নিগিরি
বিপ্লব ক্ষনে খুলে দিল
সব সিঁড়ি
মুক্তিকামীরা ঐক্যবদ্ধ
দুর্দম গতিধারা।।

No comments:

Post a Comment