ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ শতাব্দী তোমাকেই ডাকছে

শতাব্দী তোমাকেই ডাকছে
শহরের ফুটপাথে
পল্লীর পথে ঘাটে
সবহারা মানুষ ঐ কাঁদছে।।

বেদনার কাল গুনে
আজাদীর জাল বুনে
বিপ্লবী কাফেলাকে ডাকছে।
মানবতা ধুঁকে ধুঁকে মরে আজ
জালিমের নিষ্ঠুর নিষ্পেষনে
আলোকের পায়রা যে ভোলে পথ
নিরন্ধ্র আঁধারের আক্রমনে
নির্ভীক সংগ্রামী
সংকটে সংযমী
শতাব্দী তোমাকেই চাচ্চে।

মিথ্যার অমানিশা ঘিরে আছে
সত্যের সূর্য
কওম যেন ঘুমঘোর গংগাহে
পড়ে আছে তূর্য।

চারিদিকে বিভীষিকা হাহাকার
বাতিলের উলঙ্গ আগ্রাসনে
চেতনার নভনীলে
মেঘ জমে ধীরে ধীরে
অলক্ষ্যে সংগোপনে।
এই ঘোর দুর্দিনে
নামো বীর অভিযানে
জেহাদের ডাক শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment