ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

যার নামের মুহব্বতে আমি

যার নামের মুহব্বতে আমি
মিটাই প্রানের জ্বালা
সেই মোহাম্মদ মোস্তফা আমার
নবী কামলিওয়ালা।।

মুখে আমি বারে বারে
দরূদ সালাম জানাই তারে
আমার মনের কাবা যে ঐ
নামে উজালা।।

দুঃখে শোকের সান্ত্বনা ঐ
নামের বরকত
সকল ব্যথায় শান্তি ঝরায়
খোদার রহমত।

ফুলের মত গন্ধ ঝরে
হৃদয় আমার দেয় যে ভরে
ঐ নামের নিয়ামতে আমার
মাবুদ আল্লাতালা।

-আজীজুর রহমান-

No comments:

Post a Comment