ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

নবীর নামের মুহাব্বতে

নবীর নামের মুহাব্বতে
মন যে আমার টানে
সূর্যমুখীর প্রানে।।

রওজা শরীফ পাক মদিনায়
দ্বীনের রসুল ঘুমিয়ে যেথায়
পাখীর মত মন উড়ে মোর
যায় আরবের পানে।।

মাটির মানুষেরে যিনি
ভালোবেসেছিলেন
নিখিল পাপী তাপীর আঁসু
মুছিয়ে যিনি ছিলেন।

হৃদয় আমার তাঁহারই পায়
ফুলের মত লুটিতে চায়
সেই শাতেই রঙ্গিণ হয়ে
চোখে স্বপন আনে।।

-আজীজুর রহমান-

No comments:

Post a Comment