ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ এসো এসো এসো বুক ভেঙ্গে দেই

এসো এসো এসো বুক ভেঙ্গে দেই
সত্যের দুশমন জালিমগুলোর
এসো এসো এসো আজ
হেরার হীরক ঘষে
সোনার স্বর্গ করি ধরণী ধূলোর।

মানুষের প্রভু আজ মানুষ সেজেছে তাই
লাঞ্ছিত মানবতা কাঁদছে
পিশাচের হুংকার তর্জন গর্জন
শংকায় এ পৃথিবী কাঁপছে।

চারিদিকে মৃত্যুর মহানেশা
দানবিক বিভীষিকা ক্রুর- হ্রেষা
এসো এসো এসো তাই ঘরে ঘরে বিলাই আজ
কপোত কপোত সুর কোরানী আলোর।

শান্তির নামে আজ ধূর্ত মোড়লগুলো
দিকে দিকে দাবানল জ্বালছে
জনপদে অবিরাম মহামারী মড়ক ও
অসুখের বিষ ঢালছে।

বুভুক্ষ মানুষের হাহাকারে
এ পৃথিবী পরিণত কারাগারে
এসো এসো এসো তাই তৌহিদী পালতুলে
সমুদ্র পাড়ি দেই অশুভ কালোর।

No comments:

Post a Comment