ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ সূর্য যে কথা বলছে

জনতার মনে চেতনার শিখা জ্বলছে
নিশীথের তীরে সূর্য যে কথা বলছে।।

ক্রন্দন ভরা দিন
লাল খুন মাখা ঋন
আগামী দিনের বিজয়ের কথা বলছে।।

সবহারা মানুষের
অম্লান সাহসের
ত্যাগ তিতিক্ষা উদয়ের পথে চলছে।।

শান্তির অম্লান
শ্যামায়িত আরমান-
হেজাজের ঝড়ে বীভৎস বাধা দলছে।।

No comments:

Post a Comment