ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আমাদের রক্ত টগবগ করছে

আমাদের রক্ত টগবগ করছে
আমাদের বক্ষে শপথের বৈশাখ
ঝঞ্ঝার টুটি চেপে ধরছে।।

জালিমের বুকে বাণ হানছি
ঘুনে ধরা এ সমাজ ভাংছি
আমাদের তাকবীরে
তাগুতের বুনিয়াদ
কেঁপে কেঁপে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে।

মানুষের অধিকার নিয়ে যারা প্রতিদিন
ছিনিমিনি খেলছে
আমাদের সংগ্রাম তাহাদের স্বপ্নের
ভিত ভেঙ্গে ফেলছে।

বিষধর কালো ভুজংগ
অপচল পাহাড়ের শৃংগ
আমাদের জংগীরা
দলে পিষে অবিরাম
সরাসরি মুখোমুখি লড়ছে।।

No comments:

Post a Comment