ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আমরা জেগেছি জাগাবো এবার

আমরা জেগেছি জাগাবো এবার
শত কোটি তাজা প্রান
মিলিতি ঐক্য ভেঙ্গে চুরে যাবো
জুলুমের জিন্দান।

আঁধার বাধার বিন্ধা গুড়িয়ে
সত্য ন্যায়ের ঝান্ডা উড়িয়ে
সুনীল সাহসে গান গেয়ে যাবো
জীবনের জয়গান।

চেতনার দ্বারে মৃদু করাঘাত হেনে
জাগাবো ঘুমের পাড়া
মুক্ত উদার আলোকের আহবানে
উঠবে নতুন সাড়া।

মিথ্যা ক্লেদ ভীরুতা মাড়িয়ে
অন্ধ দিনের সীমানা ছাড়িয়ে
নিকষ রাতের যবনিকা ছিঁড়ে
আনবো প্রানের বান।

No comments:

Post a Comment