ও কে ঐ
ও কে ঐ কোন্সে কবি
ধ্যানের ছবি
হেরার গুহাতে
ও কি সেই প্রশংসিত
সুবাঞ্ছিত
রিক্ত ধরাতে।।
সে কি গো যাদু জানে
নাকি সে গানে গানে
প্রানে প্রানে
সঙ্গোপনে
এলো গো ফসল ছড়াতে
ও কি সেই মানুষ নবী
দীপ্ত রবি
ভুবন ভরাতে।।
সে কি গো সৃষ্টি জানে
নাকি সে বৃষ্টি আনে
ক্ষনে ক্ষনে
আপন মনে
মরুতে ঝর্ণা ধরাতে
ও কি সেই শান্তিবাহী
হেরার রাহী
হৃদয় জুড়াতে।।
No comments:
Post a Comment