ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ কামলিওয়ালা

কামলিওয়ালা
ছাল্লে আলা ছাল্লে আলা
মোহাম্মাদুর রাসুলাল্লাহ।।

সকল গুনের উৎস সে জন
সব সততার হিরা কাঞ্চন
সত্য ন্যায়ের মুক্ত ধারা
ছাল্লে আলা।।

যার সে প্রেমে সৃষ্টি পাগল
তামাম আলম ধ্যানে বিভোল
ফেরেস্তারাও আপন হারা
ছাল্লে আলা।।

আঁধার ধরায় সূর্য যেন
আল কোরানের তূর্য যেন
খোদার প্রিয় কামলিওয়ালা
ছাল্লে আলা।।

সেই সে নবীর উম্মত বলে
গর্বে আমার হৃদয় দোলে
এই জীবনের ধ্রুবতারা
ছাল্লে আলা।।

No comments:

Post a Comment