ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মঞ্জিল দূরে নয়

আমাদের সামনে বাধার পাহাড়
সাথে বহে টলমল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দুঃসাহসে
কদম কদম পথ চলো যদি।।

সংগ্রাম মুখর এই জীবনে
শপথ তপ্ত করে আগুনে
ঈমানের জ্বালামুখে ঝনঝা এনে
জেহাদের মাঠে চলো সূর্য- সাথী।।

তাকবীর দিকে দিকে ছড়িয়ে
বজ্র বর্ম বুকে জড়িয়ে
জীবনের ঘাটে ঘাটে বহ্নি ঢেলে
জেহাদের মাঠে চলো জংগী –সাথী।।

No comments:

Post a Comment