ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইয়া মোহাম্মদ

ইয়া মোহাম্মদ মোস্তাফা
সাইয়েদুন্নবী
ইয়া শাফিউল মোশাফফা
কামলিওয়ালা আরাবী।।

রাহমাতুল্লিল আলামীন
সরদারে আল কাওনাইন
প্রানের গভীরে তুমি
নুরের রবি।।

মানুষের সাথে তুমি
বে৬ধেছিলে প্রীতিডোর
এনেছিলে সাথে করে
অবারিত অন্তর।।
তুমি ছিলে আল আমিন
খাতেমু আন নাবিয়িন
নিখিল ধরার তুমি
প্রেমের ছবি।।

No comments:

Post a Comment