কে আছিস বীর
কে আছিস বীর আয় ছুটে আয়
খোদার পথে জীবন বিলাই
কারবালার এই প্রান্তরে ফের
বালাকোটের এই মাঠে ফের
তৌহিদেরই নিশান উড়াই……।
ভীরুর তরে নয়কো কোরান
খোদার দেওয়া জীবন বিধান
আল- ফেসানী বেরলভী আর
তিতুর মত বিপ্লবী চাই………।
সব মতবাদ দু’পায় দলে
কাবার পথে আয়রে চলে
বজ্রসাহস বক্ষে বেঁধে
রাশেদার যুগ যাই গড়ে যাই……।
আল-মাদানীর রক্ত যেথায়
ঝরেছে হায় স্রোতের ধারায়
সেথায় পুনঃ জাগবে ইসলাম
চৌদিকে তার সাড়া যে পাই………।
তোর এ দেশের বাঁকে বাঁকে
লক্ষ শহীদ তোকেই ডাকে
তবু কি তুই থাকবি বেহুঁশ
আজ এ কথার জবাব যে চাই……।
No comments:
Post a Comment