ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আমরা শপথ করেছি

আমরা শপথ করেছি
বাতিলের উৎখাতে বজ্রকঠোর
আমরা শপথ করেছি
আজাদীর অন্বেষা সুদীপ্ত সাহসে
বক্ষে জাপটে ধরেছি।

আমরা থামিনি থামবোনা কভু
আসুক না প্রলয় ঝঞ্ঝাও তবু
লাখ লাখ শহীদের রক্তের মুল্যে
প্রানে প্রানে মিনার গড়েছি।

যুগে যুগে আমরা জেহাদ করেছি
মানিনিতো পরাজয়
কুফুরির পয়মালে উদ্ধত যৌবন
অগ্নিগিরির বরাভয়।

আমরা মুসলিম তৌহিদী পতাকী
শাহাদাত অভিলাষ বুকে চেপে রাখি
সত্যের সুমহান উজ্জ্বল লক্ষ্যে
জেহাদী জিন্দেগী বরেছি।

No comments:

Post a Comment