ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ এলো কে কাবার ধারে আঁধার চিরে

এলো কে কাবার ধারে
আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার
কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে।

মুতালিব আজকে কেন
বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে
হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা
ঝর্ণাধারা
বইলো নাকিরে।।

বাগিচায় ছন্দ বিলায়
বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায়
গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে
খুশবু ঝরে
রয়না বাকীরে।।

আকাশে ভোরের রবি
মুগ্ধ কবি
আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল
গন্ধ বকুল
সোহাগ তলমল
সাগরের উর্মিলালায়
দদুল দোলায়
কার এ রাখী রে।।

বেদুইন থমকে দাঁড়ায়
দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
ছেওয়ারীর লাগাম টানে
কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে
কার পরশে
খুললো আঁখিরে।।

মানাতের শেষ হলো দিন
আজকে বিলীন
ঘোর আঁধারের যুগ
কাবাগর দীপ্ত আবার
আলোয় হেরার
সমাপ্ত দুর্ভোগ
কলেমার শহদ বিলায়
আঁধার পাড়ায়
এ কোন সাকীরে।।

ইরানের নিভলো আগুন
জ্বললো দ্বিগুন
তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায়
গড়লো সেথায়
বেহেস্তী গুলশান
আজাজীল আজ হতবাক
এ কোন বিপাক
আসলো হাঁকিরে।।

আমিও সেই সে নবীর
দীপ্ত রবির
আশিম দেওয়ানা
রাহে তার যা কিছু সব
বেলা হিসাব
দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই
যাই চলে যাই
স্বপ্ন আঁকিরে।।

10 comments:

  1. এই সংগীতটি কার লেখা?

    ReplyDelete
    Replies
    1. কবি মতিউর রহমান মল্লিক এর।

      Delete
    2. কবি মতিউর রহমান মল্লিক ।

      Delete
    3. মতিউর রহমান মল্লিক আল্লাহ উনাকে উত্তম জাজা দান করুন আমীন

      Delete
  2. Many Many Thanks. Jajakallah Khair. I have searched many times for the nasheed.

    ReplyDelete
  3. আল্লাহ উনাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন আমিন

    ReplyDelete