ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইনকিলাবের অস্ত্র মোদের

ইনকিলাবের অস্ত্র মোদের
ইনকিলাবের অস্ত্র মোদের
লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমার পথ ধরে
সকল বাধা যাই চিরে
গড়ি সেথায়
বিপ্লবেরই লাল কেল্লা

এই কালেমার বিপ্লবী তাই
ভয় করিনা আর কারো
ভয় করিনা ভয় করিনা
আসুক না ঝড় বান আরো
বদর ওহুদ খন্দকে
জয় এনেছি দশদিকে
জালিম জনের
প্রাসাদ স্বপ্নের
দলে যেতে দেই পাল্লা।।

এই কালেমার ডাক শুনে ভাই
এক নিমিষে বজ্র হই
খোদাদ্রোহীর বক্ষ পানে
অগ্নিচোখে তাকিয়ে রই
এই কালেমাই প্রথম বল
এই কালেমাই শেষ সম্বল
দৃপ্ত পায়ে
কঠোর ঘায়ে
ধ্বংস করি গায়রুল্লাহ।।

এই কালেমা ঝান্ডা বন্ধু
ওড়াবো ফের বিশ্বময়
এই কালেমার মুজাহিদদের
জয় অভিযান কে ঠেকায়
পড়ু ফেটে পড়ু নিনাদে
চল ছুটে চল জেহাদে
জীবন নেব
জীবন দেব
ভরসা মোদের এক আল্লাহ।।

No comments:

Post a Comment