জাগরে জাগরে
জাগ জাগ জাগরে মুসুলমান,
চৌদিকে ফের ছড়িয়ে দে তুই
তৌহিদী ফরমান।
ভেঙ্গে ফেল তোর গাফলতী ঘুম
পুনরায় ফিরে এলো মৌসুম
চোখ মেলে দেখ
সত্যের জয়
পরাজিত শয়তান।।
বদর বিজয়ী ওরে সৈনিক
বাজা দুন্দুভী কাঁপা দশদিক
এবার কায়েম করতেই হবে
বিপ্লবী ইসলাম।।
মানুষের গড়া যত মতবাদ
দলে পিষে পায়ে করি বরবাদ
পতাকায় আজ আঁকতেই হবে
শাশ্বত কোরান।।
যত বুঝদিল পিছে পড়ে থাক
কে আছিস হাঁক হায়দরী হাঁক
কাবার যাত্রি কাপুরুষ নয়
জঙ্গী মুসলমান।।
কে থামায় তোর তাকবীর ধ্বনী
না’রায় লাগা উল্কার খনি
চিৎকার শুনে পালিয়ে মরুক
শয়তান বেঈমান।।
No comments:
Post a Comment