ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তুলে নাও শমশির

তুলে নাও শমশির
নিপীড়িত মানুষের হাহাকার চিৎকার
প্রতিদিন প্রতিক্ষন বাড়ছে
জালিমের কালো থাবা বিশাক্ত লোলুপতা
স্বাধীনতা স্বাধিকার কাড়ছে।

হাতে তাই তুলে নাও শমশির
মুছে ফেলো এ আঁধার রাত্রির
আলোকের বন্যায় ভেসে যাক আবিলতা
কালো ছায়া অভিশাপ আজকে।

ঘুনে ধরা এ সমাজে ভ্রান্তির
লেশটুকে মুছে দাও রাহগীর
আঞ্জাম দিয়ে যাও কাঙ্খিত প্রভাতের
তৌহিদী সুদিনের কাজকে
সাথে পাবে দৃড়তা জনতার
বরাভয় কোরানের বারতার
ঘরে ঘরে জেহাদের ঘাঁটি গড়ো দুর্জয়
হোক যত দুর্যোগ আজকে।

No comments:

Post a Comment