ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 25 February 2011

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ চল চল চল রে চল জিহাদের ময়দানে

চল চল
চল চল চল রে চল জিহাদের ময়দানে
চল চল ছুটে চল মুক্তির সন্ধানে।

পিছুটানা শৃংখল ছিঁড়ে চল
সামনের গিরি বাধা ভেঙ্গে ফেল
দে দে দে সাড়া
কোরানের আহবানে।।

জেগে ওঠ আল্লাহর সেনাদল
মৃত্যুকে নির্মম পায়ে দল
জঞ্জাল পিষে চল
চঞ্চল প্রান পণে।।

হিম- শিতল রক্তের মুল্য নেই
কাপুরুষ কম্পিতের মুল্য নেই
শার্দুল দে সাড়া
মুক্তির পয়গামে।।

বলে কে অগ্নিগিরি সুপ্ত যে
দে দে জ্বালামুখ খুলে দে
যাক যাক ছড়িয়ে
সে আগুন সবখানে।।

আমাদের গতিবেগ রোখে কে
চুরমার হয়ে যাবে আজকে সে
ঝঞ্ঝা কি যায় বাঁধা
বাঁধা যায় বন্ধনে?

No comments:

Post a Comment